img

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১২ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তারা ভোট লুটের প্রস্তুতি নিচ্ছে। এলাকায় ঘুরে ঘুরে শোডাউন করে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। কেন্দ্র দখল করে ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে। ভোট চোর, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজদের বিরুদ্ধে মাঠে নেমেছি। মানুষ এবার এসব অশুভ শক্তির বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করবে।

শনিবার (৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নে আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন। 

হাসনাত বলেন, মানুষ এখন সচেতন। তারা ঋণখেলাপি, খাম্বা চুরি ও ট্রান্সমিটার চুরির মামলার আসামিকে প্রত্যাখ্যান করবে।

তিনি আরও বলেন, দুর্নীতি ও লুটপাটের অভিযোগে জেল খেটে দুর্নীতিবাজরা এখন নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারাই আবার ভোট চুরি করে ক্ষমতায় গিয়ে লুটপাটের পায়তারা করছে। আমরা জনতাকে সঙ্গে নিয়ে এসব লুটেরাকে প্রতিহত করবো।     

হাসনাত বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থান হয়েছে একটি আমূল পরিবর্তনের জন্য। তরুণ সমাজ রক্ত দিয়েছে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য। মানুষের প্রত্যাশা ছিল ফ্যাসিবাদ, দুর্নীতি, অনিয়ম ও লুটপাট বিদায় নেবে। ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা নিশ্চিত হবে। কিন্তু অপশক্তিগুলো নানা কৌশলে মানুষের ভোট লুটে নিয়ে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পায়তারা করছে।      

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত আধুনিক দেবিদ্বার বিনির্মাণে তিনি শাপলা কলিতে ভোট দেওয়ার আহ্বান জানান।    

এই বিভাগের আরও খবর